আমরা বাঙালী
——————-
সুপ্রিয়া চৌধুরী
——————
মোদের গরব মোদের আশা
এটাই ত ছিলো বাঙলা ভাষা ?
গর্বিত বলেই কি বাঙলা ভাষার
বাচ্চারা আজ যায় ইংরেজী স্কুলে ?
বাঙলা যতই কম বলে এরা
ততই মা বাবার বুক ফোলে ।
“বাঙালী, কিন্তু বাঙলা জানিনা”-
ছেলে মেয়ের মুখে এই এক রা,-
এটাই এখন গর্ব !
বাবা-মা ও বেশ জোর গলায় বলেন
“ছেলে আমার বাঙলা পারেনা,
আমরা কি আর করবো”?
শুকতারা কিংবা আনন্দমেলা নিয়ে
আজকাল কই, দেখি না ত-
ভাই বোনে লড়ালড়ি !
মুখের সামনে ল্যাপটপ্ গুঁজে
গিলছে সবাই
নানা আ্যপ্, -ভুরিভুরি।
ইদানীং কালে প্রগতির সাথে
কিছু বিদেশী ভাষা ও ঢুকছে মগজে
—-এ তো, প্রশংসনীয় !
কিন্তু বাঙলা ভাষার কি অপরাধ
বাপু ?
অনুরোধ করি
বিদেশী ভাষা ভেবেই না হয়
এ কে ও, তালিকায় জুড়ে নিও ।
————————————-