আজকাল আর কাউকে দেখে অবাক হতে হয় না,
নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাই,
কি ছিলাম কি হয়েছি।
জীবনের সবচেয়ে অবাক হওয়ার মতো ঘটনা হলো
আমার নিজের জীবন।
আয়নায় নিজেকে দেখার পর নিজেই অবাক হয়ে বসে রই,
আমার ভিতরের আমিটা দেখে।
আমার ধৈর্যের সাথে কেউ পারবে না কারণ,
বিটিভির এড দেখার অভ্যাস আমার আছে।
এই অন্তঃশক্তি সাহস ও বিশ্বাস নিয়েই
টিকে আছি ; বেঁচে থাকার নাম জীবন।

কারণ, এতো অস্থিরতায় দুঃসংবাদের ভিড়ে
নীরবতার অলঙ্কারে সকল মানুষই সুন্দর দেখায়।
সকলের ভালো হোক শুধু এই কামনায় আমি ব্যস্ত নই;
নিজের ভালো থাকা নিয়েই আজকাল ব্যস্ত।
মাঝে মাঝে ইচ্ছে করে
কারো পায়ের কাছে হাঁটু ভেঙে বসে বলি,
আমাকে একটু আশীর্বাদ করে দেন।

একুশের প্রথম প্রহরে কবিতা রচনায়
বেরিয়ে এলো দীর্ঘশ্বাসের উপন্যাস;
বেঁচে থাকুক বাংলা ভাষা , দীর্ঘজীবী হউক
বাংলাদেশ।
পঁচিশের বাঙালি বেড়ে উঠুক
দুধে-ভাতে ; মাছে-ভাতে
সোনালী বাংলাদেশ।