তোমার ফোন মানে
তপ্ত রোদে
আমার ছাদে
হঠাৎ বারিষধারা;
তোমার ফোন মানে
শীতের সকালে
সন্ধ্যা বিকেলে
আচমকা হিমছাড়া |
তোমার ফোন এলে
বুকের বা'পাশে
ঝাকুনি দিয়ে আসে
কিসের ভূমিকম্প;
তোমার ফোন এলে
আমার দু'চোখে
হাসি যায় মেখে
বাড়ায় লম্ফোঝম্ফো |
তোমার ফোন না এলে
আমি পাগল আমি উন্মাদ
আমি ছন্নছাড়া;
তোমার ফোন না এলে
আমার সকল যায় যে বিফল
আমি সর্বহারা |
তোমার ফোন মানে
আমার বালিশের তুলো
সাদা মেঘের খেলা;
তোমার ফোন মানে
ঘরে ফেরা গোধুলির ধুলো
কথা ম্যালা ম্যালা !!