সেইদিন চলে গেছে ....যখন আমিও বলেছি
তোমাকে পাওয়ার জন্য
একশো আটটা নীল পদ্ম এনে দিবো প্রিয়তমা ;
তোমার জন্য পাহাড়টাকে পাঁপড়ের মতো মচমচ
করে খেয়ে ফেলবো;
আমি বলেছিলাম, নক্ষত্রগুলোকে বিকেলে বাদামের মতো
টুকটাক করে খেয়ে নিবো |
তৃষ্ণা পেলে পান করবো বুড়িগঙ্গার পুরু টলটলে জল !
কতকিছুই তো বলেছিলাম .....
প্রিয় কবির ঝুলি থেকে নির্লজ্জের মতো পংতি
ধার করে তোমাকে উপহার |
শিল্পীর নিখুঁত আঁকা ছবির উপর নিজের নাম বসিয়ে
বাহবা নিতে ভুল করিনি !
ঘন্টার পর ঘন্টা গল্প শুনিয়েছি
শরতের উপন্যাস নয়তো বিমলের |
বলেছিলাম, এইমাত্র লিখে আনলাম শুধু
তোমার জন্যে প্রিয়তমা |
প্রশংসা আর মুগ্ধতার মায়াজালে আমি
কখনো অমিত, কখনো উত্তম কখনোবা মিঠুন |
ব্যস্ততার গ্যাড়াকলে পরে সবকিছু
যখন রাস্তার ধারে আখের রস বিক্রেতার
মেশিনে পিষ্টে চ্যাপ্টা হয়ে গেছে;
পিছন ফিরে দেখি
ভালোবাসার সেই আমি
পঞ্চাশের কাঁটা ছুঁই ছুঁই ঘড়ির কাঁটায় |