আজ জোছনায় তোমার নিমন্ত্রণ,
পূর্নিমার স্নিগ্ধ শুভ্র আলোর
শ্বেত চাদরে গালিচা সম্বর্ধনা
শুধু তোমার জন্যে আয়োজন ।
একটি ঝি ঝি পোকা ও
কয়েকটি জোনাকি
তোমাকে বরণের জন্য প্রস্তুত ;
কিছু নির্ঘুম লক্ষ্মী প্যাঁচা
তোমার জন্যে বেধেছে
আগমনী গান;
প্রকৃতির সকল পাখালি স্কুলে
ঘোষিত হয়েছে ছুটি ।
পিন-পতন নিরবতায় সকলের মধ্যে
শুধুই কথামালা— কখন আসবে তুমি ?
তোমাকে উপহার দিবে বলে
কিছু কলমি, ঘাষফুল ,ধুতুরা
এক হয়ে বেধেছে তোড়া।
সবার তৃষ্ণার্ত হৃদয়ে একটাই আকুতি
কখন আসবে তুমি ?
মনে আছে—- আজ জোছনায় তোমার নিমন্ত্রণ
কখন আসছ তুমি ?