ভালোবাসার জন্যে এই আমি
ছুঁতে পারি উড়ে যাওয়া বিমানের ডানা
বদলে দিতে পারি সমুদ্রের গতিপথ |
নীল অপরাজিতা দিয়ে বানাতে পারি
সুগন্ধি চা
এক চুমুকে চেখে নেই
পূর্ণিমার আলোর স্বাদ |
ভালবাসার জন্যে অনেক কিছুই পারি আমি
ব্যাবিলনের শূন্যউদ্দ্যানে ফোটাতে পারি
চেরী কিংবা ড্যাফোডিল;
মনের গহীনে বাঁধি
সোনালী দিনের আলোকিত ঘর |
অপরাজিত এই আমি পারি না কী...
অমাবস্যার নিকষ কালো রাজপথে
হেঁটে যাই বহুদূর
দু'চোখে আমার কেবলি আগুন
খুঁজে ফিরে না পারার মানুষ ;
আলতো ছোঁয়ায় জাগিয়ে দেই
ঘুমায় এখনো যারা চিন্তাহীন
কিছু অথর্বের দল;
এখনো ভালোবাসতে শিখেনি নিজেকে
ভালোবাসেনি এই সুন্দর পৃথিবীকে !!