আমার উপলব্ধি
---- সুপ্রিয় কুমার চক্রবর্তী
তুমি যে ঝর্ণা দেখে খুশিতে উদ্বেলিত
আমার কাছে তা পর্বতের অঝোরে
কষ্টের কান্না !
তুমি যে কুয়াশায় পা ভেজাও কিংবা
দু'হাতে আলতো করে নিয়ে মুখে মাখো ;
আমার কাছে তা নারী প্রকৃতির
সারাদিনের পরিশ্রমের বিন্দু বিন্দু ঘাম !
তুমি রাজপথের যে ফোয়ারা দেখে
অপলক দৃষ্টিতে তার জলখেলা দেখে হাসো;
আমার কাছে তা বাড়ি ফেরা শ্রমিকের
ঘরে ভাত রান্নার ফুটন্ত সাদা ফেন |
তুমি যে স্বপ্ন দেখে প্রতিদিন
নতুন জীবনের জন্যে বেঁচে থাকো ;
আমি সেইদিন থেকে ভাবি
কালকের দিনটা আমি বাঁচবো তো !