চাদর পাইত্যা মহব্বত দিছি
আদর নিছস গালে;
জোস্না মাখা নেবুর ঘ্রান
রুমাল ভইরা নিলি
তুই আর কি চাস, বলতো শুনি !
ঘরের ছাদ ফুটা কইরা
চাঁদের আলো দিছি
শাড়ির আঁচলে আনছি
জোনাক পোকার রাশি |
তাতেও যদি তোর মন না ভরে....
এই চক্ষু ছুঁইয়া কথা দিলাম
তোর খুশি মানেই আমার
বাঁচা , আমার মরা;
আমার প্রেম, আমার ভালবাসা |
তোর বুক খুইল্যা বাতাস খামু
তুই যা কইবি , তাই করুম |
তবুও তোরে হারামু না ,
হারাইতে দিমু না !