যদি হারিয়ে যাই কোনো এক জন্মদিনে
খুঁজে নিও আমার আপন আলয়ের শ্বেত-শুভ্র পাতায়
ম্যাপল লিফ আঁকা মলাটের কভারে হাত বুলিয়ে নিও ;
সেখানেই থাকবো আমি |
আপন খেয়ালের কবিতার ছন্দে খুঁজে পাবে আমায়
শিল্পীর আঁকা ক্যানভাসে কবিতার প্রচ্ছদে |
আপন ভুবনে থাকবো আমি
তোমাদের একজন জল কিংবা রশীদ চাচা হয়ে
সেখানেই পাবে আমাকে |
তোমাদের ফেসবুকের টাইমলাইনে থাকবো আমি
টুইটার কিংবা হোয়াটস্যাপের মেসেজ বক্সে
ইউটিউবের সুপ্রিয় চ্যানেলে
আমার সরব উপস্থিতি থাকবেই
আমার কিছু কথা থাকবেই |
যদি মুছে না যায় অন্য কারো আগমনে |
চেনা-জানা কিছু দোকান , শপিং মলের
ভীড় , ব্র্যান্ডের পোশাক , ঘড়ি
আমার গন্ধ লেগে থাকবে আজীবন |
ভুরিভোজ , মিষ্টির হাড়িতে , রসালো সব খাবারের আয়োজন
সেখানেও থাকবো আমি ;
যদি হারিয়ে যাই কোনো জন্মদিনে
খুঁজে নিও বয়স্ক বৃদ্ধার রিক্সার প্যাডেলে
জীবনের জন্যে বেঁচে থাকার প্রয়োজনে
যার অক্লান্ত পরিশ্রম
সেখানেই থাকবো আমি |