আমি আপনি শূন্যতা দিয়ে ভরা এক দুঃখের সমুদ্র,
যেখানে সুখের ঢেউ কখনো এসে ভিড়ে না।
অপেক্ষার তীরে দাঁড়িয়ে কাটে দিনরাত,
কিন্তু আশার আলো কখনো দেখা দেয় না।
আশার মরীচিকা , না পাওয়ার অতৃপ্ত বেদনা
অন্যের সুখে নিজের কষ্টে নিদ্রাহীন রাত,
ভাললাগা আর ভালবাসাকে গুলিয়ে ফেলা
অকারণে দুঃখ কিনে বাড়ি ফেরার পথ শেষ হতে চায় না।
শব্দহীন নিরবতায় বুক ভাসে
কেউ দেখে না, কেউ বোঝে না;
একাকীত্বের স্রোতে হারিয়ে যায় সময়
আমি আপনি রয়ে যাই নিঃসঙ্গতার গভীরে,
একটা ছোট্ট সুখের ঢেউয়ের অপেক্ষায়,
অনন্ত মহাকালের মাদকতায় পূর্ণ নেশার গহীনে।
আমরা সবাই শূন্যতা দিয়ে ভরা এক দুঃখের সমুদ্র
কিছু প্রকাশিত - কিছু অপ্রকাশিত - কিছু সম্পাদিত।