১৯৭০ না হইয়া যদি ১৯২৪ সালে জন্ম নিতাম ,
তাহলে এতদিনে আমার যাওয়ার সময় হয়ে যেত !
একশো বছর আগে জন্মাইলে বড় বাঁচা বেঁচে যেতাম।
দাদুর সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম।
পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে।
নদীতে নেমে আচ্ছা মত ডুবাইতাম।
২০-২২ বছর বয়সে বিয়ে করতাম।
ঘর হইত মাটির।
বৃষ্টি হইলে চুয়ে চুয়ে পানি পড়তো টিনের চাল দিয়ে,
চালে উঠে সেটা ঠিক করতাম।
রেডিও ছেড়ে রাত্রের নাটক শুনতাম ।

লাইফ, ক্যারিয়ার, সাক্সেস, পিজ্জা বার্গার, আইফোন,
ম্যাকবুক, ফেসবুক, ড্রোন,
মাসের বাসা ভাড়া, অফিস ভাড়া , গাড়ি ,বাইক,
কিসসু নিয়ে কোন চিন্তা থাকতো না।
গাড়ি বাড়ির চিন্তা থাকতো না।
দুনিয়া নিয়া চিন্তা করন লাগতো না, কে ভাইরাল হইলো
নাকি কারেন্ট ইস্যু কি , এসব ভাবার টাইম হইতো না।

সন্ধার পরেই ঘুম।  
দুধ আর দুধের সর খাওয়া নিয়ে ঝগড়া
মাছের মাথা নিয়ে গোলমাল
এগুলাই এখন আমার করা হয়না।
বাবা মা ছেড়ে দূরে একলা থাকা হতো না।
কাজ করো, খাও, ঘুমাও,
হার্ট এটাক, হার্টে ব্লক, অফিসের প্যারা, সরকারের
দুইদিন পরপর ভ্যাট ট্যাক্সের ঝারি।
ঘুষ , ফেসবুক, ইউটিউব , লিঙ্কেডিন
এইসবে জড়ানো লাগতো না।

একশো বছর আগে জন্মাইলে এটলিস্ট
টেনশন মুক্ত থাকতে পারতাম।
হয়তো এইরকম আপন কাব্যটা লেখা হতো না ,
এই আর কি !