যদি কোনদিন তোমা হতে হই দূর
তখন তুমি ভেবো বসে আমার গানের সুর
গানে গানে কথায় কথায়
দখিনা বাতাস যদি ভাবায়
আমার ব্যাথায় মনটা তোমার উথলে যদি উঠে
আমার ছবি ছুয়িয়ে নিও তোমার কোমল ঠোঁটে!

শিউলি গাছের তলায় বসে আমায় যদি খোঁজ
সুর্য তোমায় বলবে ডেকে চোখ দুটিকে পোঁছ
ফুলগুলি যে উঠবে হেঁসে
ঝরিয়ে দেবে ভালোবেসে
পুর্ন করবে তোমার সখের বেগুনী শাড়ির আঁচল
দেখতে লাগবে ছোট্ট চোখে যেন নকসা করা কাজল!

যখন তুমি কলসি কাঁকে যাবে নদী স্নানে
ঘোমটার ফাঁকে দেখবে তুমি এদিক ওদিক পানে
কিন্তু তুমি পাবে না খুঁজে
স্মরণ করবে চক্ষু বুজে
তখন তুমি আমায় পাবে তোমার হৃদয় ধামে
যেখানে রয়েছে প্রেম-মন্দির তোমার আমার নামে!

যখন তুমি বিনা হাতে ধরবে সঙ্গহীনার গান
ঠিক তখনই চঞ্চলতা ভরাবে মন প্রান
তখন তুমি কাঁদবে বসে
কেউ রবে না তোমার পাশে
তোমার মনে স্বান্তনা কেউ দেবে না তখন
তোমার থেকে দূরে আমি রইব একা যখন!

আমার ছবি বুকে নিয়ে যখন থাকবে বিছানায়
হৃদয় তোমার ভেঙ্গে যাবে নীরব রাতের কান্নায়
ছবিটাকে আঁকলে ধরে
চুমু দেবে বারে বারে
তবুও তুমি পাবে নাকো আমায় তুমি কাছে
জানালা দিয়ে তাকিয়ে দেখ দূর আকাশের মাঝে!

ঠিক তখনই আসব আমি বসব তোমার পাশে
মৃদু বাতাস বহে যাবে ছোট্ট ঘাসে ঘাসে
হাতটা তুমি রাখবে হাতে
ছিন্ন মোরা না হই যাতে
অস্তপারের গাছের ডালে ডাকবে কোকিল টিয়া
তোমার কানে বলব আমি- "তুমি আমার প্রিয়া"!