রাত-ভোর খালি শুধু
হাবিজাবি কথা,
ফরোয়ার্ড করে যাওয়া
হিজিবিজি গাথা।

বাড়িতেই সেজেগুজে
রয়েছে সমাজ,
টিভি আর মোবাইলে
পড়াশোনা, কাজ।

তাসের দেশের মত
যত নীতি, আইন
আদান-প্রদান শত
চলে অনলাইন।

খোলা আকাশের নিচে
ফের কবে যাব
ঝালমুড়ি, ভেলপুরি
রাস্তায় খাব।

নির্ভয় হয়ে কবে
মেলাব যে হাত
আনন্দে উৎসবে
ভাবি দিনরাত।

মুখ থেকে মাস্ক খসে
যেন শিগগিরই
খোলামেলা নিঃশ্বাসে
জোর সব্বার-ই।

রাক্ষস ভাইরাস
খেল কত প্রাণ
মানুষের বিশ্বাস
হলো খান খান।

ডাক্তার সেবিকার
সদয় সেবায়
মানুষের আশ্বাস
এলো পুনরায়।

ঘুচে যাবে কষ্টের
যত বনবাস,
হবে ফের পৃথিবীর
বুকে বসবাস।

নতুন ঊষা তে হবে
সবারই মিলন,
উষ্ণ আলিঙ্গনে
ভরবে জীবন ।

কোভিড চলাকালীন লেখা। তখন wishful thinking মনে হয়েছিল কিন্তু এখন আমরা আবার আগের জীবন ফিরে পেয়েছি।