হে ভারতবর্ষ!
ওহে পাকিস্তান!
হে বাঙলাদেশ!
তোমরা নিজেদের সাথে
মারামারি, লাঠালাঠি
করেই কাটিয়ে দেবে?
মাঠে নামবে না?
২২ গেল, ২৬-এর পর
৩০-শে, ফিফার ১০০
বছর হবে।
আন্তর্জাতিক ফুটবল-এর
মানচিত্রে তোমাদের
আমরা দেখব কবে?
তোমাদের জাতীয় পতাকা
কখন উড়বে মহা গরবে?
কবে তোমাদের জাতীয়
সঙ্গীত শোনা যাবে
সেই সবুজ প্রাণবন্ত ময়দানে?
এত জনসংখ্যা, এত উৎসাহ,
খেলাপাগল এই তিন দেশে,
তার মধ্যে তৈরি করতে
পার না কি পঁচিশ তিরিশ-টি
রগরগে খেলোয়াড়? আমরা চাই
আমাদের মেসি, এমবাপে,
আমাদের রোনালদো, নেইমার।
আর কতদিন আর্জেন্টিনা,
ব্রাজিল, ফ্রান্স-কে নিয়ে
মাতামাতি করব আমরা?
ঐ ছোট্ট দেশ ক্রোয়েশিয়া,
মাঠ কাঁপিয়ে দিচ্ছে দেখছ?
ক্রিকেটে তোমাদের এত
নামডাক, ফুটবলে তোমরা
আজ অবধি নাম না জানা কেন?
নকল যুদ্ধ থামিয়ে
মাঠে নেমে এসো আসল
যুদ্ধে মাতি, এসো এবার
হৈ হৈ শোরগোল করি,
গোল গোল করে!