সবাই বলে বাঁচার নাম
জীবন
আমি বাঁচতে চাই
সাহিত্যে, গানে, গুনগুন
করছে।
মানুষ তাই গ্রহণ করছে,
এর মধ্যে আমি আর বাঁচতে
চাই না-র কোনো
স্হান নেই, তা সে সত্য
হলেও।

আমি মৃত্যু কামনা করি,
আমার এ হেন মানষিকতার
জন্য কেউ দায়ী নয়।
আমার জীবনের সমস্ত
চাহিদা ফুরিয়েছে, আমি
প্রতি মুহূর্তে অফুরন্ত
আনন্দে টইটুম্বুর হয়ে আছি,
তাই তো কখনও আত্মঘাতী
হব না, যতদিন
আছি থাকবো, কিন্তু আমি
আর বাঁচতে চাই না, আমার কবিতা, আমার গল্পের পাতা এবার শেষ নিঃশ্বাস ত্যাগ
করুক, পৃথিবীর বুকে।

আর শান্তি আসবে না, আর কখনও আমরা যুদ্ধের কারাগার থেকে নিজেদের মুক্ত করতে পারবো না, কখনও পারবো না।