জীবন চলছে সুন্দর
বাবা, মা দীর্ঘায়ু
সন্তানাদি সব মেধাবী
ঐশ্বর্য, সাফল্য প্রচুর;
এ পরিবারের সদস্যরা
বেশির ভাগই হয় উদ্ধত,
নিষ্ঠুর, ঘটা করে পূজা করে
বটে, পরিপাটি করে,
তবু মন থাকে ঈশ্বরের
থেকে দূর, বহু দূর।
যে পরিবার দেখেছে অভাব,
যুঝেছে অকালমৃত্যু
বৈভব যেথায় অনুপস্থিত,
তারা পূজা করে ভক্তি ভরে,
থাকে কম বেশি
ঈশ্বরের ঘরে।
যে পরিবারে ঘোর প্রতারনা
ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, ঘৃণা,
পরকীয়া প্রেমে ঘেরা সংসার,
ঈশ্বর নিয়ে তারা প্রায়ই
হাসাহাসি করে, সবেতেই
তাদের ঘোর অবিশ্বাস,
ঈশ্বর সেখানে নেয় না
শ্বাস প্রশ্বাস ।
যার হঠাৎ কাটা গেছে হাত,
বাদ গেছে কোনও অঙ্গ
কোনো দুর্যোগ বিপর্যয়ে,
হেলায় পাওয়া সেই অঙ্গ,
থাকতে যাকে করেনি
কদর কখনও, আজ তারই
জন্য করে অরন্যে রোদন,
হয়ে সতত ঈশ্বরে মগন।
যে পরিবারে সব থাকতে
রয় ঈশ্বরে মন, আস্থা
তারাই ঠিক পথে চলে
অতিক্রম করে বন্ধুর রাস্তা।
সাজা পেলে গ্রহণ করো
করজোড়ে, সে যে আসে
তোমারই কর্ম ফলে,
প্রসাদের সাজে।
ঈশ্বর আসে নিকটে,
তোমায় কাছে পেতে।