ভালবাসবেই যদি
পৃথিবীর মতন বেসো।
বোমা বারুদের বর্ষণে
ক্ষতবিক্ষত মাটি থেকে
উঁকি মারে দেখ
জীবনের চারা
প্রতারনা অবিশ্বাস নিষ্ঠুরতা
ঘৃণা যন্ত্রনা অপমান লাঞ্ছনার গরল
দিয়ে তাকে ভরিয়ে দিলেও
পরিবর্তে সে স্বার্থহীন হয়ে ভালোই বাসবে, আনন্দে ভরিয়ে রাখবে তোমায়
পাখির মধুর গানে
হালকা বাতাসের আমেজে
সমুদ্র মহাসাগরের প্রাচুর্যে
অগাধ আকাশের সূর্য চন্দ্র তারায় ভরা আলোর সাজে
ভালবাসবেই যদি তবে
পৃথিবীর মতন করে বেসো।