চাইছি আমরা শান্তি তবু করছি খালি যুদ্ধ
মনে মুখে কালি মেখে চাইছি হতে শুদ্ধ
পাগল হয়ে ঘুরছি খালি এখান থেকে ওখান
ক্লান্তি, ক্ষিদেয় মরেই শুধু হচ্ছি যে খান খান।
অস্ত্রশস্ত্র কথার মতোই করছে বড় শব্দ
মিথ্যা বুলির মিথ্যা গুলি যাচ্ছে করে জব্দ
স্বস্তি পাবার যো নেই এই কেনাবেচার হাটে
জীবনগুলি দুঃখে একাই যাচ্ছে মারা মাঠে।
বিজ্ঞান আজ করছে দেখ কত কিছুই জয়
রকমারি উপকার আর কত না বিস্ময়
দূরীভূত হচ্ছে কত অসংখ্য সংশয়
তবুও আছে মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়।
বিশ্বটা আজ মারামারি ভুলবোঝার-ই শিকার
মরছি আমরা ভয়ের চোটেই করছি হাহাকার
যুদ্ধ করে শান্তি যদি আসতো সত্যি সত্যি
ভ্রান্ত শান্তি খোঁজার তবে হতো যে নিষ্পত্তি।