প্রতিদিন সকালে উঠে
নিজের মৃত্যু উঠুক ফুটে
আমার সজল চোখে।
আমার এই দেহ মিলিয়ে
যাচ্ছে পরম শান্তির আলয়ে
এই চিন্তা আমার হৃদয়ে মুখে
আনবে চরম সত্যের স্বস্তি,
পাবো জীবনের তৃপ্তি।
কিছু করতে পারার গর্ব
বা কোনকিছু থাকার অহংকার
অথবা না করতে পারার,
কিংবা না থাকার গ্লানি
মুছে যাবে, হবে একাকার
জ্বলে যাবে যত হয়রানি
ছাই হবে নিখিলের ভবে
একই সাথে, একই ভাবে।
কোনো কটুকথা, অসৎ
নির্দয় কাজের আগে
আমার মৃত্যুর সচেতনতা
আমার মনে যেন সর্বাগ্রে
উঠে জাগে।
জীবনের বিভিন্ন বন্ধন
যত আনন্দ, উষ্ণ আলিঙ্গন
হোক উপভোগ্য মৃত্যুর জয়গানে
আমার আবাসে বাগানে।
যত কুকর্ম, শত্রুরা যত সব
পালাক দেখে আমার অসাড় শব।
মৃত্যু সত্য, সত্য মৃত্যু
মৃত্যু মিত্র, মৃত্যু বন্ধু
এই মন্ত্র যেন না ভুলি কোনদিন
জীবনের কাছে এ যে
জীবনেরই ঋণ।