যতদিন বেঁচে থাকবো
বাঁচতে চাইবো
যতই আসুক জরা ব্যাধি
আসুক প্রাচুর্য, আসুক
সঙ্গী, আত্মীয় পরিজন
আসুক আমার ছোট্ট
পৃথিবীতে ঝড়ঝাপটা
একাকিত্ব, অভাব, অনটন
শ্বাস প্রশ্বাস পড়বে যতক্ষন
তোমার বুকে, আমার যুদ্ধ
চলবে দুঃখে, সুখে
মানে অপমানে প্রতিক্ষণ
জানি তুমি জর্জরিত
প্রেমের পিপাসু তুমি
আমারই মত
আমি তাই তোমার হাত ধরে
তোমারই মতন করে
বাঁচতে চাইব
দিকে দিকে প্রেমময়
করে রেখেছ তোমার
গ্রহ তারায়
আলো বাতাস মাটি
শস্য, ফল, ফুলের পরিপাটি
স্নিগ্ধ জলের ধারায়
যারা জ্ঞানের অহংকারে
সভ্যতার অন্ধকারে তোমাকে
নিহত করার প্রচেষ্টায় উদ্যত,
সেই উদ্ধত মানুষের বিরুদ্ধে,
সেই অচেতন নিষ্ঠুর গোলাবারুদ
ক্রেতা-বিক্রেতাদের হাটে
নিষ্পাপ জনগনের বিভ্রাটে
বনে, পর্বতে ঘাটে মাঠে
বেঁচে থাকতে চাইবো চিরন্তন
হে মাটি, হে জল, আলো, বায়ু
জানি যতদিন আছে তোমার
আয়ু, তোমার হৃদয়ে আছে
যতদিন প্রাণ বাঁচিয়ে রাখবে
তুমি সকলেরই জান
ক্ষতবিক্ষত করছে যারা
সবার একমাত্র স্থান তোমার
করুণাধারায় হোক পুনরায়
তাদের পবিত্র স্নান, ধ্বংস ছেড়ে
গড়ুক এক সুন্দর ভুবন
বেঁচে থাকুক তোমার কোলে
শতসহস্র বছর ধরে
সমস্ত জীবন