সমুদ্রের ঢেউ
বৃথা কথা, আস্ফালন
সৌন্দর্যের গাথা নিয়ে
সাগরের বিরুদ্ধে
অরণ্যে রোদন।
অফুরন্ত জলরাশির
স্নেহ, অপর্যাপ্ত আদর
অগ্রাহ্য করে চলে
একঘেয়ে নানা কৌশলে
নোনা উদ্ধত জ্বলজ্বলে চিৎকার
সহস্র ফেনার বিষ
আছড়ে পড়ে পারে এসে
জল হয়ে যায়
অগণিত বার, তবু তারা
মানে না হার,
জন্ম মৃত্যু যে জলের বুকে
তাকেই ধ্বংস করার ব্যর্থ
প্রয়াস ম্লান হয় বারংবার।
যুদ্ধ চলে প্রতি পলে
গ্রহতারা সাক্ষী থাকে
দিনরাত দিনে রাতে
বিকেলে সন্ধ্যায়
দুপুরে গোধূলি ঊষায়
আলোতে অন্ধকারে।