বিচিত্র ধরণীর ধূসর-আঙ্গিনায়
এক একটি স্বপ্নের পালক ঝরে পড়েছে।
আশা ভঙ্গের বেদনায় রক্তাক্ত হৃদয়
আজ ধ্বংসের মাতমে উদ্যম নৃত্যরত।
স্বপ্নবিলাসী হৃদয় স্বপ্ন-ভঙ্গের আঘাতে
ভালোবাসাকে করেছে খন্ড-বিখন্ড,
হৃদয়কে করেছে স্বপ্নবিহীন মরুভূমি।
স্বপ্ন-বোনার কারিগর যে, হারিয়ে গেছে
অন্য কারো হৃদয়ে স্বপ্নের জাল বুনতে।
সে যে কেবলই স্বপ্নের কারিগর-তাইতো।
কারো হৃদয়ে স্বপ্ন-বোনা শেষ হলেই-
সে অন্য হৃদয়ে আশ্রয় খুঁজে বেড়ায়।
সে যে রানার হয়ে ছুটে বেড়ায়;
এক হৃদয় থেকে অন্য হৃদয়ে স্বপ্নের মায়াজাল বিলাতে।
তার যে নেই কোন পিছুটান, নেই কোন প্রেম-পিয়াসী মন।
সে শুধুই স্বপ্ন বোনে; কারো হৃদয়ে ঘর বাঁধে না।
ভালোবাসার বাঁধনে সে বাঁধা পড়ে না।
সে নাকি ভালোবাসার সংজ্ঞা জানে না,
তবুও ভালোবাসার স্বপ্ন বুনে যায় সে অবিরত।
সে যে তেপান্তরী হয়ে ঘুরে বেড়ায় হৃদয় থেকে হৃদয়ে-
স্বপ ভেঙে স্বপ্ন বোনার নেশায়।
সে যে আমার স্বপ্নের কারিগর।