মস্তিষ্কের অনুরণনে জমে থাকা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে দীর্ঘ মেঘের ঘনঘটায় পড়ন্ত বিকেল আচ্ছন্ন;
কষ্টেরা গলে পড়ছে শ্রাবণধারা হয়ে ফেলে রাখা চায়ের কাপে।
স্মৃতির ভাঁজে ভাঁজে ভালোবাসার ন্যাপথলিন ব্যর্থতার গন্ধ ছড়ায়-
বিবর্ণ প্রাচীরের গা বেয়ে মাধবীলতার ঝাড়ে একখণ্ড সবুজের সমারোহ;
নগরায়ণের বুক চিঁড়ে সর্পিলাকারে বয়ে চলা নদীর আরশিতে বায়োস্কোপ চলছে অবিরত।

ব্যস্ত ভাবনাগুলো জট পাকিয়ে হৃদয়ের প্রাচীন কোঠরে অচল বেসাতিতে পড়ে আছে;
ভগ্ন-প্রতিজ্ঞা ঝরে পড়া নক্ষত্রের ন্যায় সারি বেঁধে জমা হয় সৈকতের বালুর খাঁজে-
সেগুলো অতি-সযতনে কাঁচঘেরা ঘরে শোভিত হয় মহামূল্যবানে।
পথের ধারে অখ্যাত বুনোফুলে- সৌন্দর্যের লীলাভূমি বন্দী হয় বিলাসী বাক্সে;
নেতিয়ে পড়া সূর্যটা আকাশচুম্বী জনপ্রিয়তা ছেড়ে সন্ধ্যার আবিরে মুখ লুকায় কোন সে অভিমানে?
জনারণ্য পীচঢালা পথের ল্যাম্পপোস্ট জ্বলে ওঠে প্রতিবাদের মানববন্ধনে।