কৃষ্ণচূড়ার রঙ লেগেছে রাজপথে,
রঙ লেগেছে প্রকৃতির আবক্ষে।
মন চাইছে হারিয়ে যেতে,
গ্রীষ্মের খরতাপে পোড়া দেহখানি বিলিয়ে দিতে-
তোমার উন্মুক্ত বক্ষ-ভূমে।
তোমার অভিলাষের জোয়ারে ভেসে যেতে চাই,
কৃষ্ণচূড়ার লাল গালিচায় বাসর রচিবো তুমি-আমি।
বৃষ্টিস্নাত সিক্ত তোমাতে হবো মাখামাখি,
পরশে জুড়াবে তাপিত দেহখানি।
তোমার গায়ের সোঁদা গন্ধে চিত্ত হবে উথালি-পাতালি;
নীলাম্বরের তারার ফুল ঝরে পড়বে সর্বাঙ্গে আসি।
জন্ম-জন্মান্তরের অদৃশ্য প্রেমাখ্যান গাঁথা রয়েছে;
পেরেছে কি কেউ- এ বাঁধন খুলে দিতে?
মরনেও যে আমি বাঁধা তোমাতে,
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।