রচনাকাল-১৪ই অক্টোবর ২০২০

পাতার বাঁশিতে মন আনচান করে উঠে,
পালতোলা নৌকার দৃশ্য টেনে নিয়ে যায় দূর অজানা কোনো গাঁয়ে।
চার বেহালার পালকির সওয়ারি হতে মন চায় ঘোমটা পড়া বধূবেশে।
পত্র লিখে নীল খামে মনের কথায় ডুবে যাই প্রতীক্ষার প্রহরে,
ঐ নীল আকাশে সাদা মেঘ ছুঁতে চাই ঘুড়ির রঙ্গীন ডানাতে;
নির্জন যমুনার কুলে শ্যামের বাঁশিতে রাধা হই ক্ষণে ক্ষণে;
হিজল,কৃষ্ণচূড়ার লালে রক্তিম হতে চাই বৃষ্টিভেজা কৈশোরের যৌবনে।

সর্ষের হলুদে, ধানের সবুজে, আকাশের নীলে, গোধূলির আবিরের রঙে;
মন চায় হারিয়ে যেতে দিগন্ত জোড়া মাঠের ভুবনে।
গাড়িয়ালের প্রতীক্ষায় পথপানে রবো চেয়ে;
কৃষাণের নবান্নের উৎসবে হবো মাতোয়ারা।
জেলেদের জালে রূপালী সৌন্দর্য মুগ্ধ নয়নে অবলোকন করবো,
কুলবধূর কাঁখে মাটির গাগরী সে যে বাংলার চিরায়ত রূপের মাধুর্য।
আমি ফিরে পেতে চাই মাটির সোঁদা গন্ধ, শৈশবের উচ্ছলতা, পবিত্রতা।