রচনা-২রা ফেব্রুয়ারী ২০২১

শব্দেরা নাইওর গেছে ভাবনার খোরাক সঙ্গে নিয়ে;

নাও চালায় উপমার বৈঠা- গলায় মাঝিমাল্লার গান।

বাতাসে বিরহী তরঙ্গ বরাদ্দ হয়েছে ,

বন্দিনী নক্ষত্রলোকের সঙ্গীরা- ছুটে বেড়ায় আপন অক্ষে;

বিষাদের নীল ভেসে আসে বাঁধন ছেঁড়া পালে।

সাত পাকে বাঁধা ছিন্ন করে পরকীয়ায় আসক্ত লেখনী-

নায়াগ্রার জলপ্রপাত ছুটে চলে ধূসর-কালোর গহীনে;

যেখানে শায়িত হয় সহস্রাধিক কাব্য পুঞ্জ, অবৈধ কবিতার ডায়েরীর ছেঁড়া পাতা।

রাতের আঁধার ফুঁড়ে জোনাক-পিদিম জ্বলে; ঝুলন্ত কবিতারা কর্পূরের মতো উবে যায় মেঘেদের দেশে-

কবিরা ছুটে চলে রানারের বেশে, কাব্যের সন্ধানে।