১ জানুয়ারী ২০২০
সপ্তডিঙায় করে এলোরে এলো নতুন বছর ।
আবার সূর্যোদয়,সূর্যাস্তের বরন-ডালা নিয়ে।
কেউ কাঁদবে,কেউ হাসবে;
কেউবা হারাবে জীবন-সায়াহ্নে।
শীত আসবে,গ্রীষ্ম আসবে;
আসবে বসন্তের নতুন কোকিল-
শোনাতে কুহু কুহু সুরে বসন্ত-বিলাস।
সুখ আসবে, দুঃখ আসবে ;
আকাশের সপ্তর্ষিমন্ডলে আহ্নিক-
বার্ষিক গতির লুকোচুরি;
প্রকৃতিতে দিবা-রাত্রির চলছে মহা আড়ি।
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;
মন-পবনের নায়ে ভাসবে স্বপ্নের সমাহার।
দোয়েল-শালিকের শিসে সুমধুর কলতান;
রংধনু পেখম মেলে নাচবে-
নীলাম্বরী আকাশে দিয়ে হেলান।
মেঘে মেঘে হবে আলাপণ;
শ্রাবন বারিধারা পাবে নিমন্ত্রণ।
কবিরা ঘটাবে কাব্যের ছন্দায়ন,
গল্পকার লিখবে রূপালী জোছনার আহ্বান।
প্রেমিক খুঁজবে উষ্ণতার চাদর ,
প্রেমিকার ঠোঁটে ভালোবাসার আদর।
কৃষানের উঠোনে ফসলের আগমন;
নবান্নের উৎসবে ভরাবে অগ্রহায়ণ।
সান্ধ্য-প্রদীপে আলোকিত আলয়;
দূর হবে জীবনের উদ্দাম প্রলয়।
আসবে প্রশান্তির আগমনী-বার্তা,
ভাঙবে সুখের মৌনতা;
ভুবন হাসবে খিলখিলিয়ে-
জরা বেদনার চির বিদায়ে।