রচনাকাল- ১১ই জানুয়ারী ২০২১
শুনেছি চোখের পদ্মা, মেঘনা , যমুনায় যুগপৎভাবে স্বর্গ-নরক ভেসে উঠে ডুবুরীর বেশে-
গভীর অতল থেকে সুখ-দুঃখ, কান্না-হাসি মুঠোয় ভরি।
বেনামী সম্পর্কগুলো স্রোতের পেন্ডুলামে অজানা ঘাটে নোঙর করে;
আবেগের চিরস্থায়ী বন্দোবস্ত হয় হৃদয়ের গহীন অরণ্যে।
আধেক রাতে স্মৃতির পসরা নিরবতা ভেঙ্গে হাঁকডাক ছাড়ে-
পড়ে থাকা সময়কে প্রকম্পিত করে তুলে নিদ্রাহীন চোখের ঝাউবন ছুঁয়ে থাকা সীমান্তে;
অন্তিম পথের সিঁড়ি বেয়ে স্বর্গে পাড়ি জমায়- তবুও নরকবাসী।
নিরাকার জলধারা স্বর্গের আকার ধারণ করে মেয়াদোত্তীর্ণ জলপাত্রে-
ব্যর্থতার ধূলো জমেছে চাওয়া-পাওয়ার আবাসনে;
পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ-নরকের দাবার বাক্সে-
তবুও তোমার ঠোঁটের আঙ্গিনায় স্বর্গ খুঁজে পায় বেনামী প্রেমিকা।