রচনা-২৭শে মার্চ
চেনা শহরটা অচেনা সুরে মোহাবিষ্ট;
পথের ধূলো গুলো পাষাণের ইমারতে বন্দী।
শহরের পরভৃৎ স্বর বদলেছে স্বার্থের ঐক্যতানে;
পথিকেরা পথ ভুলে অন্ধকার জগতের অভিসারে,
চেনা মানুষগুলোর মুখোশে হেম-পেয়ালা উছলায়।
সর্পবিষে দংশিত আশ্রয়দাতার সর্ব অঙ্গ-
চেনা শহরের সূর্যটা ম্রিয়মান অশুভ মেঘদলে;
চাঁদটা ও মুখ লুকিয়েছে আলোক-স্বল্পতার গগনে।
চিনি মিশ্রিত ভালোবাসা পিঁপড়ার ওষ্ঠগহবরে;
বিষাদে পূর্ণ অমৃতের জলকূপ- সময়ের স্রোতে।
কান্নার লোনাজলে পাথর অবিচল, অক্ষয়।
ধর্মের বেসাতি মানবতার অট্টালিকায় বসত গড়েছে;
হৃদয়ে জ্বলছে অহংকারের অনির্বাণ শিখা-
বিষণ্ণতা ধেয়ে আসে কালবৈশাখীর আঁচল জড়িয়ে;
ঘুমন্ত শহরটা নিস্তব্ধতার বুক চিঁড়ে জেগে ওঠে-
মনের সাজানো বাগিচা উপড়ে দিতে পীচঢালা পথে।