রচনাকাল-৪ঠা নভেম্বর ২০২০
তোমার নেশায় ডুবে আছি আজো,
আজো তোমার কথা ভেবে ভেবে স্বপ্ন রচি বাসনার।
হৃদয়ের কুটিরে হানা দাও স্বপ্নের ময়ূরপঙ্খী নায়ে,
অপেক্ষার প্রহর গুনি পূর্ণিমায় অঙ্গ ভেজাবো বলে;
একমুঠো মিষ্টি রোদে তুমি আমি দু'জন হাতে হাত রেখে- মেঠোপথটি মাড়িয়ে যাবো ভীষণ আবেশে;
তেপান্তরের মাঠ পেরিয়ে হারাবো দিগন্তের সীমান্তে।
কামনার বহ্নিশিখা ধিকি ধিকি জ্বলছে অষ্টপ্রহর,
দেহের শাখা-প্রশাখায় প্রণয়ের সুখে কাঁপন লাগে।
শিশিরের মুক্তো-কণায় শীতল পরশ মাখি ;
তোমারি ছোঁয়ায় উষ্ণতার পারদ নীলাকাশ ছুঁতে চায়।
অধরে অধর ছুঁয়ে বাসনার উত্তাপে আকাঙ্ক্ষার বাষ্প ছড়াতে চায়।
এসো না ভালোবেসে , মধুর আলাপনে মুখরিত হই দু'জন;
নৈঃশব্দ্যের নগরীতে বাসনার ধ্রুম্রজালে বাঁধা পড়ি-
ঝিমিয়ে পড়া প্রণয়ে পুনশ্চ কামনার নেশা জ্বালিয়ে দেই।