গুরু তোমায় দেখেছিলেম খালের বেনোরাশে
তোমায় আমি বুঝেছিলেম হাঘরে চাবুক পেটে
গুরু,তোমায় আমি খুজেছিলাম নিরুদ্দিষ্ট নীল জ্যোছনা একলা পরাণ ঘাসে
হারিকেন বাতি নিভে যেচে পড়ন্ত অভিভাষে
গুরু তোমায় খুঁজেছি আমি বহু আলোর মাঝে
একটা কাক,রাস্তার পাশে ভাজা পুরির গন্ধ
চিনিনি তখন সোমেশ্বরী অন্ধকার এক সাঁঝে
দুটো শকুন, এবার পালানোর পথ নিকষ পাথরে বন্ধ
অজস্র মেঘ,মেঘবালিকা,ছাদের পাশে বসতো
তোমার জন্য কোরবান আমার বুকের ইন্দ্রপ্রস্থ
গুরু তোমার খোঁজে পেয়েছি যখন খালপাড়ের ঐ শ্মশান
শূন্য তোমার আঁধার আমি অনাবিল নিশাবসান।
-সুপান্থ