সেই সব স্বর্ণালি সন্ধ্যায়
স্বপ্নরা জন্মায় রাস্তায়
হয়তো বা তর্কের অগোচরে
কফি সপে
ধোঁয়া ওঠা কফি মগে।
আজ সেই স্বপ্নরা বহুদূরে
ভ্রষ্ট পথের ধারে
নিচু স্বরে
আলতো স্পর্শে যেন ডেকে যায়।
সেই সব তারা ঘেরা রাত্রি
আমরা আলোর পথযাত্রী
দুঃখকে সুখ বলে ভাবতাম
সকলেই একপথে চলতাম।
আজ শুধু বিপরীতে ভাবছি
জীবনে বিপরীতে যাচ্ছি।
স্বপ্নের আলোহারা যাত্রী
তারাহীন আঁধারের রাত্রি।