দেখেছি তোমাকে-
মুখ নিঃসৃত বাণী রূপে
জ্ঞানের প্রদীপ হাতে
বেদে, উপনিষদে, পুরানে.....
এর পরের যুগে-
তুমি এলে রাজার কাননে
রাজকবির অন্তরে, আনুকূল্য প্রদানে
করছিলে রাজ প্রশস্তি।
ছিলে শ্রুতি, হলে উর্বশী।
যুগ থেকে যুগে.....
যুগ বিবর্তনে-
বিবর্তিত হল রূপ
উত্থানে পতনে।
স্নিগ্ধ আবেশে, অভিমানে,
বিদ্রোহে, প্রেমে....।
আজ দেখেছি তোমাকে
উত্তপ্ত পৃথিবীর গদ্যময় রূপে--
অবক্ষয় প্রতিরোধে বিদ্রোহের আগুনে
জীবনের জয়গানে
ভোরের প্রথম কিরণে।
নিজের বিবর্তিত স্বত্তায়
আপন স্বরূপে॥