প্রতিদিন প্রতিক্ষণে
সূর্যোদয় থেকে সূ্র্যাস্তে
কে যেন বলে কানে কানে
সে আসছে...  সে আসবে..
নতুন সূর্যের কিরণে
মৃত্যুঞ্জয়ী সত্যের উদ্বোধনে।

হয়ত,
দেখেছি তাকে।
ফুটপাতে যে শিশুটি ভিক্ষা করে
ছোট ছোট হাতে
এখনো শেখেনি যে খেতে।


হয়ত,
হাসপাতালের পাশে
প্লাসটিকে ঢাকা সংসারের
যে শিশু মা'র সাথে রোজ যায় স্কুলে ।

অথবা হয়ত,
ড্রেনের ধারে
গড়ে ওঠা বস্তির যে শিশুটি,
যে নিজেই জানে না
তার চাহিদার সীমা,
সংসারের প্রয়োজনে বয় ইঁট
গড়ে ওঠে কত ইমারতের ভিত।


হয়ত আসবে সে,
রাতের অন্ধকারকে পরাজিত করে
আমার ছায়ার পিছনে
আমার প্রতিবাদী রূপে।
বিপ্লবের সবুজ রঙে...
সে আসবে
পৃথিবীর নতুন গানে
সমুদ্রের উদার আহ্বানে
সূর্যের নতুন কিরণে॥
-----------------------


আমার কবিতার ...যে শিশু মাঽর সাথে রোজ যায় স্কুলে....
এই লাইনটি কবি বোদরুল আলমের থেকে নেওয়া। আমি ওঁনার কাছে ঋণী।