পরম্পরা
রুমা চৌধুরী
এক ধোপার এক গাধা ছিল
যখন তখন চিহি চিহি
গলা ছেড়ে সে গাইছিল।
এক ধোপার এক গাধা ছিল।
সপারিষদ চলেছেন রাজা
সঙ্গে শত ঘোড়া হাতী
ডাকল গাধা মিহি সুরে
রাজাকে দেখে হল দুর্মতি।
পারিষদ সব রেগে আগুন
ধোপাকে ধরে বন্দী ক'রে
"এমন কেন চ্যাঁচায় গাধা?"
রাজা এসে প্রশ্ন করে।
বুদ্ধি করে বলল ধোপা,
"গাধার আমার বুদ্ধি আছে।
নিশ্চই কোন শত্রু কেউ
হয়ত আসছে পিছে পিছে।"
আগাম সেই খবর পেয়ে
চলল রাজা রাজসভাতে
যুদ্ধটা বেশ বড়ই হল
হাতী ঘোড়া তরবারীতে।
রাজ সভাতে মন্ত্রনা হল
ধোপা এবার মন্ত্রী হবে
বিদূষক বলল তখন,
"গাধার কি হবে তবে ?"
অনেক ভেবে বলল রাজা,
"দেখুক এবার দেশের লোক।
এবার থেকে গাধাই আমার
মন্ত্রীসভার মন্ত্রী হোক।"
_ _ _
চলছে সময় স্রোতের ধারায়
পরম্পরায় আজও তাই
সদা সর্বদা মন্ত্রীর আসনে
আলোকিত করে রয়েছে তারাই।
__________________
_________________
একটি প্রচলিত গল্পকে অনুসরণ করে লেখা।