পালকি
~রুমা চৌধুরী ~
পালকি চলে পালকি চলে
হালকা পায়ে সুরের তালে
পালকি চলে..
যেমন করে,
সুরের দোলায়
ফাগুন হাওয়ায়
ফুলের বনে ফুলেরা দোলে..-
যেমন করে,
উড়ছে পাখি
ঝরণা জলে
ফেনীল স্রোতে
পালক মেলে-
যেমন করে-
স্বপ্ন দেখা মুখের হাসি
ঝিলিক তোলে
হঠাৎ যেন-
হৃদ মাঝারে সোহাগ তোলে,
চলছে যেন
মুক্তো গাঁথা মুক্তাহারে-
বেহারাদের কাঁধের 'পড়ে
ধীরে পায়ে
গানের সুরে
ছন্দ তুলে পালকি চলে।।
যেমন করে
আকাশ-তারা শিশির ছুঁয়ে
আগুন জ্বালে,
আলোর রাশি ছড়িয়ে পড়ে
জোয়ার জলে,
মুক্তোকণা অশ্রু -
যেন গড়িয়ে পড়ে বধূর গালে।
বেহারাদের কাঁধের 'পড়ে
মৃদু গলার গানের সুরে
তেমনি করে-
কষ্ট ভুলে ছন্দ তুলে
হালকা পায়ে সুরের তালে
পালকি চলে পালকি চলে পালকি চলে।
________________________
সরোজিনী নাইডুর
Palanquin Bearersঅনুবাদ।
ভুল ত্রুটি র জন্য ক্ষমা প্রার্থী।