যদি... কিন্তু..., ..
রুমা চৌধুরী
জীবন যখন সময় বাঁকে
নুড়ি পাথরে আছাড় কাটে
'মিথ্যা' এসে মুচকি হাসে
'যদি', 'কিন্তু' পিছু ডাকে।
'ভালবাসা' দ্বন্দ্বে ভাসে
যায় উড়ে ওই দূরাকাশে
স্বপ্ন গুলো 'দুঃ' এর সাথে
'যদি','কিন্তু' র কালো ত্রাসে।
'যদি','কিন্তু' যুক্তিবাদী
মনের ঘরের সিদ্ কাঠি
কালো ভাবনায় ভাঙছে মন
'বিশ্বাস' কে দিয়ে ফাঁকি।
আবার আসে নতুন সকাল
সময় নদীর নতুন পথে
জীবনের পথ হয় দুর্বার
'যদি','কিন্তু' হারায় বাঁকে।