একদিন সবাই যাবে চলে
একে একে ধীরে ধীরে
নিশিথ রাত্রির গভীরে...
আসবে নতুন ভোর
নতুন ঝড়, নতুন রঙে।
স্মৃতিগুলো হবে রুদ্ধ বাস্তবে,
ইতিহাসের কোনে।
বাস্তবের সেই রুদ্ধ ইতিহাসে,
কোন বর্ষার কোন বৃষ্টি ভেজা দিনে,
হটাৎ যদি কোন পায়ে দলা
লাল ফুল নিতে পার চিনে.......
হয়ত পরবে তোমার মনে,
নিভে যাওয়া তারার আগে,
তুমি ছিলে, আমাদেরই একজন হয়ে
আমাদেরই মনে।
বসন্তের ফুলের মত
নিজের স্বত্তায় নিজের রঙে।