দাবার ছকে
_রুমা চৌধুরী
রাজা মশাই শীর্ষাসনে
মুখে খুশির মন্ত্র
এক পায়ে তিনি আছেন বাঁধা
এটাই গনতন্ত্র।
মন্ত্রী ছোটেন সব দিকেতে
সীমার নেই শেষ
এইতো দেখি দেশে আবার
কখন যেন বিদেশ।
মিডিয়া যেন ঘোড়ার চালে
মারছে রাজা উজির
রেগে ঘেমে মন্ত্রী তাই
হচ্ছে বেশ অস্থির।
সান্ত্রীরা কেবল হাঁপিয়ে চলে
এক পা এক পা করে
অন্য দলে আসন পেলে
নিজের রূপটি ধরে।
নৌকাগুলো ছুটছে সোজা
হাতিগুলো সব বাঁকা
লটবহরে মন্ত্রী মশাই
বড়ই যেন একা।।
সকালের শুভেচ্ছা জানাই।
প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
শুছেচ্ছা রেখে গেলাম প্রিয় কবি।
ভাল থাকবেন সব সময়।