লড়াই লড়াই লড়াই চাই
লড়াই করে বাঁচতে চাই
কিসের লড়াই কেন লড়াই
কি হবে জেনে প্রয়োজন নাই।
মরছে মানুষ
উঠছে ফানুস।
ভাঙ্গছে বাড়ি
পুড়ছে গাড়ি।
স্কুল অফিস হাসপাতাল
আজ যা আছে থাকবে না কাল।
------ ---
আমরা এখানে বেশ আছি
উড়িয়ে দিয়ে সুখের পাখি
ঐ শিশুটা রোজ করে লড়াই
খায়না ভাত পায় না তাই।
ওদের চোখের জল দেখিয়ে
আমরা পাই সহানুভূতি
তাতেই কত অর্থ মেলে
মনের সুখে তাতেই মাতি।
------- -------
লড়াই চলে দেশে দেশে
তন্ত্র ভেদে নানা বেশে
দেশ জাতি ধর্ম দ্রোহে
লড়াই চলে অন্ধ মোহে।
ছোট্ট শিশুও পায়না রেহাই
বেঁচে থাকা মানেই লড়াই।