আতা গাছে তোতা পাখি
~রুমা চৌধুরী


আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
হীরের হার মখমলে থান
ঠাকুরদাদার বৌ।

ঠাকুরদাদা মস্ত মানুষ
অর্থ কাঁড়ি কাঁড়ি
চাই তার এক মনের মানুষ
বংশবৃদ্ধিকারী।

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
এত ডাকি তবু কেন
কয়না কথা বৌ?

বৌ এর বয়স ঊনিশ কুড়ি
গরীব তাঁতির মেয়ে
মন থাকে তার বাপের ঘরে
হলুদ নদীর গাঁয়ে।

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
বেসুরো সুরে চোখ ভাসায়
' ঠাকুরদাদার বৌ'।

ঠাকুরদাদা তিনকুড়ি দশ,
অর্থে জেতেন প্রজা
পাগল বৌ এর চিকিৎসায়
আনেন নতুন ওঝা।

দুদিন পরে ঝাড় ফুকেতে
হল সমাধান
বৌ পালাল ওঝার সাথে
ঠাকুরদা রেগে খান।