সূর্য আজকে দিলাম
তোমায় ছুটি।
যাও তুমি সেই
মেরুর অন্ধকারে,
জীবন যেখানে তীব্র আর দীর্ঘ।
জাগাও তাদের আলো আর উত্তাপে।
যদি ভাল লাগে, আবার
এস ফিরে।
ফিরে এস নিয়ে
জ্ঞান ও তিতিক্ষা।
উত্তাপ আর প্রয়োজন নেই এখানে
এখন শুধুই আলোর প্রতীক্ষা।
অতীতের ঐ গার্গী মৈত্রেয়ী লোপামুদ্রা
জ্বলছে আজও তোমার আলোর গভীরে।
হে সূর্য, আমায় আলোর স্পর্শ দাও।
দীপ হয়ে তাঁরা জ্বলুক আমার অন্তরে।