জজ চেয়ারে বসতেই
আদালতের কাঠগড়ায় একপাশে দাড়ালো-
আমাদের আবেগতাড়িত চোখ, শুষ্ক ঠোঁট, নিথর হাত আর ব্যান্ডেজে মোড়া ক্ষতবিক্ষত হৃদয়।
ওরা বাদী।
অন্যপাশে বিবেকের হাতকড়ায় তুমি আমি।
অভিযোগ-
ভালোবাসার আইনি কাজে বাধা।
চোখ ডুবতে পারেনি ভালোবাসার নীলে।
ঠোঁটের কম্পাস পায়নি খুঁজে চুম্বন দ্রাঘিমাংশ।
হাতের স্পর্শে পড়েনি গায়ে প্রেমের বজ্রাঘাত।
মনে মনে বাজেনি টংকার ধ্বনি ।
অর্ডার অর্ডার বলে জজ শুনালো শাস্তির বাণী
নীরবতার কাঠগড়ায় আবার তুমি আমি।