কারুর আসার কথা ছিল না
                 কেউ আসেনি
                 তবু কেন মন খারাপ হয় ?

যে-কোনো শব্দ শুনেই
            বাইরে উঠে যাই
            কেউ নেই--
অদ্ভুত নির্জন হয়ে পৃথিবী
শুয়ে আছে
ঘুম ভাঙ্গার ঠিক আগের মুহূর্তের
                           স্বপ্নে
আমিও যেন সেই স্বপ্নের
                          অন্তর্গত ।


(কাব্যগ্রন্থঃ জাগরণ হেমবর্ণ । প্রকাশকালঃ ২৫ বৈশাখ, ১৩৮১। উৎসর্গঃ বুদ্ধদেব বসু স্মরণে। প্রকাশকঃ সিগনেট বুকশপ।)