তুমিই মনে হয় ছিনিয়ে নিয়েছিল সূর্যের সব আলো
না কি রোজ উদয় হত নতুন সূর্য কপালে
অন্তিম সৌন্দর্য তীরের মত এসে বিধে
তারপর ইচ্ছাশক্তির কাছে আততায়ী
তীমিরের নীরবতা অতঃপর আমায় প্রশ্নবিদ্ধকরে
তারপর দেখেছি হাতে হেমলক নিয়ে
ঐ ইন্দ্রজালে,
রংধনু পান করে,
ওখানে বসে আছে উচ্ছল সন্ধ্যাটা
আমি প্রশ্ন খুজিনি
ঊলকা পতনের মত
কিংবা পেজা তুলোর ব্যব্চ্ছেদ হৃদয়ে
একটি এক্যুরিয়ামে সমস্ত আলো শিকার করে নিব
অবশেষে
রোজ ইচ্ছেমত চলবে সৌন্দর্য অভিযোজন।
অতঃপর জানি
সৌন্দর্যের অপর নাম ফেরারি।