দেখিনা আর হিজলের বন,শণে ঘেরা ডোবা ঝিল,
বিল গুলু সব ক্ষুধার্ত গ্রীবা,
হাজার বছরের পীপাসা নিয়ে।
তাল গাছ গুলি দেখিনা আর দাঁড়িয়ে,হাটুগেরে কিংবা হেলান দেহে,
সবুজ গালিচা আজ ঝলসে গেছে
চিমনীর শ্বাসে।
শূন্য মাঠ চাপা দিয়েছে ইট পাথরের বাড়ি।
বাতাস বায় আজ ছন্দ ছাড়া,তাল তুলে না বাশীঁ।
রাখালিরা আজ রূপকথার দেশে,
মাঠে মাঠে গোঁ মহিষ ক্যনভাসের ছবি।
সন্ধ্যা দেখিনা ঝিল্লিমুখর,ঝিঁঝিঁর ছন্দ ছন্দিত হয় স্মৃতি মধুর।
হাড়িয়ে গেছে হুতুমের ডাক বাঁশবনে।
প্রদীপ জালা সন্ধ্যা,মাটিরগন্ধ ভেজা কূড়েঘর,
শান্ত ছায়ায় ঘেরা মেঠোপথ,
আমায় ডাকে হাতছানি দিয়ে।
আমি বার বার আশ্রয় খুজি
পল্লী জননীর শীতল বুকে।