আমাদের রক্তে  উদগীরীত লাভার বন্যা ছুটেছে,
হিম বাহ বেশামাল দাঁড়িয়ে
সাথে হিমালয়ের দ্বারে।
আমরা বেগবান,তবু ও থামিনি,
মরুভূমির ফুটন্ত বালু ও পারেনি
সেদিন।

আমরা চলেছি কাপন তুলে,
কাপিয়ে তুলে কৌনিক গোলার্ধ,
ঝান্ডা উড়িয়ে দেশে দেশে
বীজ বুনেছি স্বাধীনতার।

আমরাই রচি নতুন পথ,নতুন শতাব্দী,
আমরা রহষ্য বনে আলো খেলি,আলো  জ্বালি।
আমরা তরুন,
তারুন্যের তোরণদ্বারে নতুনের হাতে
হাত রাখি,
নতুন প্রজন্মের মশাল জ্বালি।
আলোকিত পৃথিবী আমরা গড়ি।