আমাদের কথা গুলু খুব বেশী স্বাধিন,
পাখিদের মত উড়ে বেড়ায়,
পাখিরা বুলেটপ্রুফ ন য়,গুলি ফিরে আসে বুলেটপ্রুফ কথার শানে।
তখনো আমাদের বানী প ত্রিকা পুস্তকে, যখন,
আমরা থাকি জেলখানায়,অথবা আবদ্ধ ঘরে
আমাদের গন্তব্য আমাদের ধান্দা করে।
এইসব সীমারেখা টেনেদেয়।
অদৃশ্য ডানায় ভ র করে জাগ্রত করে ঘুমের রাজ্য।
কথার মসনদে তুফান বায়।
গভীর ঘুম তখনো আমাদের ঘুম পাড়ায়।
এভাবেই লাগামহীন ঘোড়া র মত শব্দ ছোটে।
কবিতা গুলু অক্ষ রে অক্ষ রে ঘরষন তোলে,
মানুষ কাঁপে,কাব্য কম্পনে কম্পিতা সব।
এইভাবে ই আমাদের কথা স্মৃতি হ য় কাব্য,ইথারে,গল্পে,যুগে যুগ।