খোলা চুলের মতো রাতের অন্ধকার উড়ছে
তুমি ল্যাম্পশেডের মতো দাড়িয়ে তখন
হাতে নিয়ে অলিখিত গ্রন্থশালা
ইনিট্যাক্ট গল্পের খোলা-মেলা আলোচনা চলে
কাজ শুরু করে গল্পের ভিতরে কতগুলো প্রান প্ল্যাব্যকে
এবং একটি ডাইনেস্টি থেকে কতগুলো রাত হারিয়ে যায়
তখন আধারের সাইরেনের কাছে পেন্ডিং মানবতা
কাচের বোতলের ভিতর ছিপি এটে বসে।।
আমি তোমার গল্পের চরনে চরনে কত গুলো পুষ্প গেথে দেই
আর বিকেলের কাতান শাড়ির আড়ালে সন্ধ্যা নেমে আসে
খসে পরে সুখ তারা
সোনালি আলোয় ভীর করে
এবং তখন ,পায়ের নীচে অলস অট্রালিকা ধীরে ধীরে বেড়ে উঠে
আধারের আঙ্গিনায়
তুমি ল্যাম্পশ্যাড হয়ে দাড়িয়ে
এখন সব এলবামে।