বিক্ষিপ্ত বিচিত্র ধোঁয়াশা ধূসর
টলোমলো বৃষ্টির ফোঁটায় প্রেম প্রেম গন্ধ
অগাধ গড়ের মাঠ পাকস্থলী
উদাসীন মরা স্নেহের নিঃসঙ্গ দেশ
আবছা অন্ধকার ছোঁয়াচে
হৃদয় রেনুর শুকনো জ্বালানি
দীপ্তিময় ভাঙা হারিকেন
বিস্তারিত চোখ অকেজো
হাঁ করে চেয়ে....
কোথা থেকে নাক পেলো -
সেদ্ধ চালের সুবাস!
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসাড়
ঘর জুড়ে শ্বাস বায়ুর আনাগোনা
আর শুধু,
ইচ্ছে গুলো জাগ্রত
ওদের নিয়েই বেঁচে থাকা।